Header Ads

Header ADS

BCS লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান

৩৭তম বিসিএস


১. যে ভিক্ষা চায়, তাকে দান কর।(সরল)
উত্তরঃ ভিক্ষুককে দান কর।
২. ভালোবাসার দানে কোনো অপমান নেই।( অস্তিবাচক)
উত্তরঃ ভালোবাসার দান সম্মানজনক।
৩. যেহেতু গাড়ি আসে নেই, সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। ( যৌগিক)
উত্তরঃ গাড়ি আসে নি, অতএব আমরা বিশ্রাম নিতে পারি।
৪. আজ চাঁদ উঠেছে। ( নিতিবাচক)
উত্তরঃ আজ চাঁদ না উঠে পারে নি।
৫. বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল- আউট করা।( জটিল)
উত্তরঃ ইংল্যান্ড দরকে অল-আউট করা যেটা বাংলাদেশ দলের লক্ষ্য।
৬. জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন।( প্রশ্নবোধক)
উত্তরঃ জীবনানন্দ দাশ কি বাংলাদেশ জন্মগ্রহন করে নি?
 

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.